03 February 2018

আমি

আমারে নিয়া কি কিছু বলার আছে?
বেফাঁস বলে যদি ফেঁসে যাই পাছে!
দীর্ঘ বেদনা আছে। তবু বলে যাই,
নশ্বর পৃথিবীতে নশ্বরতা চাই।

পুলকিত এই ভেবে, কেউ নয় সত্য।
শঙ্কা-দ্বিধাহীন, ধারনাই পথ্য
কিন্তু তবু, সব চলে ঠিকঠাক। হাস্যকর!
নশ্বর পৃথিবীতে হতে চাই নশ্বর।


১৫.০৯.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]

02 February 2018

আমরা সবাই

আমি আমরা সবাই মিলে, একটা ফুল, ফুলের কণা।
আমরা হই সাপের বংশ, সাপের লেজ, সাপের ফণা।
আমাদের হাত কৃষকের হাত, রক্তে ফলাই ফসল।
শিকল আমরা, একটাই জোট, রক্তে করি গোসল।
আমাদের চোখ, পাখিদের চোখ, আকাশ পালি বক্ষে।
রাখি, বাড়ন্ত এক ছোট্ট আগুন, ঢাকি হৃদয় কক্ষে।

আমাদের বুকে জমা হয় শুধু, সাত-সমুদ্র ক্ষোভ।
স্বপ্ন বুনি, স্বপ্নে মাতি। স্বপ্ন সাজাই, সুশাসনের লোভ।
স্বপ্ন শুধু স্বপ্ন নয় যে, দিবারত্রির গণ্ডগোল।
খুলতে হবে সভ্যদের, প্রায় অদেখা কাছিমখোল।
আমরা, তেজোদীপ্ত জাগরণে, ঔজ্জ্বল্যে সূর্যমনা।
আমি আমরা সবাই মিলে, ফুলের কণা, সাপের ফণা।


২০.১০.২০১১ 
[প্রথম হলুদ হতে/২০১৮]

01 February 2018

একটি অংক

[নির্বচনঃ যদি খ্যাতি = কাঁচকলা হয়, তবে প্রমাণ করো যে, সমালোচনা = ভর্তা।]

আমরা জানি,
প্রকাশিত শব্দ = মৃত চিন্তা।
এবং আমরা আরো জানি যে,
বিজ্ঞাপন সম্যকত্য প্রচার প্রসার খ্যাতি বিজ্ঞাপন  ... বিজ্ঞাপন। 
এবং বিজ্ঞাপন = বাণিজ্য।

মূল অংশঃ
যেখানে মৃতচিন্তার প্রকাশিত শব্দ ছড়িয়ে পরে সমস্ত আঙিনায়,
যেখানে বিজ্ঞাপনের সার্বিক ভূমিকায়...
নানান ধাপ পেরিয়ে, হাতে আসে সুমতি...
এই সুমতির আরেক নামই কি খ্যাতি?

খ্যাতি যদি হয়, এই সব বৈজ্ঞাপনিক সিঁড়ির একটি ধাপ,
কাঁচকলা যদি হয় বাণিজ্যের বৃহৎ অংশ...
তবে কি এটাই যথার্থ হবে না যে,
কৃতকর্মের ফলস্বরূপ খ্যাতি একটি স্বাভাবিক প্রক্রিয়া...

সুতরাং,
খ্যাতি এর সমালোচনা = কাঁচকলা এর ভর্তা।
বা, কাঁচকলা এর সমালোচনা = কাঁচকলা এর ভর্তা। [যেখানে, খ্যাতি=কাঁচকলা]
বা, পূর্ণ অংশ (...) =  কাঁচকলা এর ভর্তা / কাঁচকলা এর সমালোচনা।
বা, পূর্ণ অংশ (...) = ভর্তা / সমালোচনা। [যেখানে, কাঁচকলা এর কাটাকাটি হয়]
বা, পূর্ণ অংশ (...) * সমালোচনা = ভর্তা।
বা, সমালোচনা = ভর্তা। [যেখানে, পূর্ণ অংশ (...) একটি ধারণা মাত্র]

অতএব,
          সমালোচনা=ভর্তা।
                             (প্রমাণিত)

১৮.০২.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]