[নির্বচনঃ
যদি খ্যাতি = কাঁচকলা হয়, তবে
প্রমাণ করো যে, সমালোচনা =
ভর্তা।]
আমরা জানি,
প্রকাশিত শব্দ = মৃত চিন্তা।
এবং আমরা আরো জানি যে,
বিজ্ঞাপন
সম্যকত্য
প্রচার
প্রসার
খ্যাতি
বিজ্ঞাপন
...
বিজ্ঞাপন।
এবং বিজ্ঞাপন = বাণিজ্য।
মূল অংশঃ
যেখানে মৃতচিন্তার
প্রকাশিত শব্দ ছড়িয়ে পরে সমস্ত আঙিনায়,
যেখানে বিজ্ঞাপনের
সার্বিক ভূমিকায়...
নানান ধাপ পেরিয়ে, হাতে আসে সুমতি...
এই সুমতির আরেক নামই কি
খ্যাতি?
খ্যাতি যদি হয়, এই সব বৈজ্ঞাপনিক সিঁড়ির
একটি ধাপ,
কাঁচকলা যদি হয়
বাণিজ্যের বৃহৎ অংশ...
তবে কি এটাই যথার্থ হবে
না যে,
কৃতকর্মের ফলস্বরূপ
খ্যাতি একটি স্বাভাবিক প্রক্রিয়া...
সুতরাং,
খ্যাতি এর সমালোচনা =
কাঁচকলা এর ভর্তা।
বা, কাঁচকলা এর সমালোচনা =
কাঁচকলা এর ভর্তা। [যেখানে, খ্যাতি=কাঁচকলা]
বা, পূর্ণ অংশ (...) = কাঁচকলা এর ভর্তা / কাঁচকলা এর সমালোচনা।
বা, পূর্ণ অংশ (...) = ভর্তা
/ সমালোচনা। [যেখানে, কাঁচকলা এর কাটাকাটি হয়]
বা, পূর্ণ অংশ (...) *
সমালোচনা = ভর্তা।
বা, সমালোচনা = ভর্তা।
[যেখানে, পূর্ণ অংশ (...) একটি ধারণা মাত্র]
অতএব,
সমালোচনা=ভর্তা।
(প্রমাণিত)
১৮.০২.২০১১
[প্রথম হলুদ হতে/২০১৮]