মস্তিষ্ক খুলে রেখে,
মমিতে মুড়ে রাখো।
কেউ যেনো না দেখে,
কেউ যানো না জানে।
পৃথিবী এগিয়ে যায়...
সময় আগে যায়...
সবাই এগিয়া যায়...
যাক। আমরা-
তাদের পেছন থেকে
টেনে ধরে রাখবো।
হাজার বছরের পুরাতন
নিয়ম আঁকড়ে ধরে...
তাকেই ধ্রুবসত্য ধরে...
আমরা পিছাতে চাই।
হাজার হাজারে বছর...
পৃথিবীর কোটি লোক...
একসাথে ভুল করবে না...
নিশ্চয়, নিশ্চয়।
তাই, আমরা নিজেদের
মমিতেই মুড়ে রাখি।
২৬.০৯.২০১০
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]
[শব্দসত্যসুন্দরম্/২০১৩]